
দীর্ঘ দিন ধরে তাঁর বিরুদ্ধে চাপা বিদ্রোহ চলছে, মন্ত্রীসভার বেশ কয়েক জন দিল্লি পর্যন্ত ছুটে গেছেন তাঁকে কুরসি থেকে সরানোর তদ্বির করতে। অবশেষে হাইকমান্ডের নির্দেশে শনিবার ত্রিপুরায় নিযুক্ত নতুন প্রভারী বিনোদন কুমার সুনকর ছুটে এসেছেন রাজ্যে।কিন্তু তাঁর সামনেই ‘বিপ্লব হটাও’ শ্লোগান ওঠে। এতে খুবই ব্যথিত হন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আজ তিনি ঘোষণাই দিয়ে দেন যে জনতা চাইলেই তিনি পদত্যাগ করবেন।
এমনই সিদ্ধান্ত নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ দলের মধ্যে থেকে তাঁকে অপসারণের দাবি ওঠায় প্রকাশ্যে জনতার রায় নেওয়ার কথা ঘোষণা করলেন বিপ্লব৷ তিনি জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর আগরতলার আস্তাবল ময়দানে উপস্থিত থাকবেন তিনি৷ ত্রিপুরাবাসী তাঁকে মুখ্যমন্ত্রী চান কিনা, জনতার থেকে প্রকাশ্যে সেই রায় নেবেন তিনি৷ জনতা চাইলে তিনি মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করতে প্রস্তুত বলে। জানিয়েছেন বিপ্লব৷ এখন দেখার বিষয় হল আসছে ১৩ ডিসেম্বর জনগণের কী রায় হয়।আপাতত ১৩ ডিসেম্বরের ত্রিপুরার জনগণ।