তরঙ্গবার্তা, ডিজিটেল ডেস্ক: অপ্ৰাদেশিকৃত বিদ্যালয়ের শিক্ষকদের অভিনব পদক্ষেপ। করোনার প্রকোপ ঠেকাতে অসম সরকারকে এক বৃহৎ পরিমাণে আর্থিক সহায়তা করতে এগিয়ে এলেন তাঁরা। অপ্ৰাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কৰ্মরত ৪২ হাজার শিক্ষক-কৰ্মচারী অসম সরকারকে ২১ লাখ টাকার সাহায্য তুলে দেবে।
প্রত্যেক শিক্ষকের দেওয়া ৫০ টাকা একত্রিত করে ২১ লাখ টাকা অসম সরকারকে প্রদান করা হবে। ৩০ এপ্ৰিল একই দিনে অসম আরোগ্য নিধির একাউণ্টে অপ্ৰাদেশিকৃত বিদ্যালয়ের শিক্ষকরা জনপ্রতি পঞ্চাশ টাকা জমা করে আদায় করবেন ২১ লাখ টাকা।