তরঙ্গ বার্তা, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে মোদি সরকার সমস্ত উত্তর পুর্ব ভারতে প্রবল বিরোধের মুখে। ঠিক এই সন্ধিক্ষণে উত্তর পুর্বে মোদি সফর যেন আগুনে ঘি ডেলে দিলো। গতকাল বিমান বন্দরে দলীয় নেতাদের উষ্ণ স্বাগতমের পরপরই জালুকবাড়ীতে বিরোধিরা কালো পতাকার বিশাল মিছিল আর ‘গো ব্যাক’ ধ্বনি দিয়ে উত্তাল করে তুলে। সফর যে মসৃণ নয় গুয়াহাটির মাটিতে পাড়া দিয়েই বুঝতে পারলেন প্রধানমন্ত্রী।
উত্তর-পুর্ব ভারতে নাগরিকত্ব বিল বিরোধিতায় ত্রিপুরার তিন সাংসদ প্রধানমন্ত্রীর সকল অনুষ্ঠানে অংশ গ্রহণ বয়কট করলেন। আজ এক লিখিত যৌথ সাংবাধিক বিবৃতিতে ত্রিপুরা রাজ্যের তিন সাংসদ জনা দাস বৈদ্য, জিতেন্দ্র চৌধুরী ও শংকর প্রসাদ দত্ত প্রধানমন্ত্রী আগরতলা সফরে সকল অনুষ্ঠানে উপস্থিতির বয়কটের কথা জানান।
বিবৃতিতে আরও জানান, বিজেপি সরকারের সংবিধান বিরোধী নাগরিকত্ব বিলটি উত্তর পুর্ব ভারতের ঐক্য-সংহতি ও অখণ্ডতার প্রতি হুমকি স্বরুপ। তাই বিলের বিরুদ্ধে ধারাবাহিক বিরোধিতার অংশ স্বরুপ প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বয়কট।
উল্লেখ্য, দু’দিনের উত্তর-পুর্ব ভারত সফর উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক অনুষ্ঠানে যোগ দিতে ত্রিপুরার রাজধানী আগরতলায় যাবেন।