প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর ফল। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের পর সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সফল পরীক্ষার্থীদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ও সেন্ট্রাল সার্ভিসেস ‘গ্রুপ এ’ ও ‘গ্রুপ বি’-র নিয়োগপত্র দেওয়া হবে।
উত্তর-পূর্ব ভারতের মনিপুর রাজ্যের দুই পরীক্ষার্থী ক্রমে নংজায় মোহাম্মদ আলী ও পরীক্ষিত থাওধাম সফলতা অর্জন করেছেন। অপরদিকে ত্রিপুরা রাজ্যের দীমান চাকমা ইউপিএসসিতে সফলতা লাভ করেছেন।
Congratulations to all the successful candidates of UPSC Civil Services Examinations 2019, and the two young men from Manipur, Nongjai Mohd Ali of Khetrgao and Parikshit Thoudam of Uripok ranking 188 and 373 respectively.
I wish them the very best in all their future endeavours. pic.twitter.com/QytOCPIDWL— N.Biren Singh (@NBirenSingh) August 4, 2020
ট্যুইট করে সফল হওয়া পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
Heartiest congratulations to Shri Dhiman Chakma of Tripura who successfully cracked UPSC main examination.
As per the main exam results announced by UPSC, he secured All India Rank 722.
Wishing him all success for his future endeavours. pic.twitter.com/ywOai1xqjP
— Biplab Kumar Deb (@BjpBiplab) August 4, 2020
উল্লেখ্য, এবার সফল হয়েছেন মোট ৮২৯ জন। তাঁদের মধ্যে এক নম্বরে আছে প্রদীপ সিংহের নাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন যতীন কিশোর। তৃতীয় হয়েছেন প্রতিভা বর্মা।