নিজস্ব সংবাদদাতা, তরঙ্গ বার্তা, পাথারকান্দি : ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া এলাকা গুলোতে উন্নয়নের দিশা দেখাতে রাজ্যের ছয় বিধায়কের এক বিশেষ প্রতিনিধি দল সোমবার উত্তর জেলার কদমতলায় আসেন। এদিন জেলার কদমতলা আরডি ব্লকের অধীন উত্তর ফুলবাড়ি সংখ্যালঘু ছাত্রাবাসটি প্রথমে পরিদর্শন করে প্রতিনিধি দল। এবং সেখানকার ছাত্রাবাসের বিভিন্ন সমস্যা সহ ছাত্রীদের আরো উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য কী প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখেন। তারপর সেখান থেকে সোজা চলে যান উত্তরের শেষ প্রান্তে অবস্থিত কুর্তি হাই মাদ্রাসা।
সেখানে মূল সমস্যা ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় সংখ্যালঘু ছাত্ররা বসবাস করতে পারছে না।তাই ছাত্রাবাসটির অসম্পূর্ণ কাজটি শীঘ্রই সম্পন্ন করার জন্য ব্লক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। তারপর প্রতিনিধি দলটি ছুটে যান কদমতলার এস সি ছাত্রাবাসে। সেখানকার ছাত্র ছাত্রীরা ছাত্রাবাসের বিভিন্ন সমস্যার কথা প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। সবশেষে কদমতলা বাসির বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন ডিগ্রী কলেজ নির্মাণের জন্য প্রস্তাবিত মাঠ পরিদর্শন করেন বিধায়ক সহ উচ্চ আধিকারিকের প্রতিনিধি দল। ডিগ্রি কলেজ কদমতলায় স্থাপন হলে কদমতলা ব্লক এলাকার প্রায় কয়েক হাজার কলেজ পড়ুয়া উপকৃত হবে।
এদিকে আজকের এই বিধায়ক পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান ডঃ দিলীপ দাস। তাছাড়া ছয় বিধায়কদের মধ্যে ছিলেন যথাক্রমে-সুদন দাস, সুভাষ দাস, শহীদ চৌধুরী, রঞ্জিত দাস, কৃষ্ণধন দাস সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও উচ্চশিক্ষা আধিকারিকরা।