বিটিসির নতুন প্রধান হলেন প্রমোদ বোড়ো, অবসান ঘটলো হাগ্রামার ১৭ বছরের শাসনের ।
বিজেপির সঙ্গে জোট করে বিটিসি পরিষদের প্রধানের পদে বসলেন ইউপিপিএল সভাপতি প্রমোদ। বিজেপি, ইউপিপিএল ও গণ সুরক্ষা পার্টি মিলে বিটিসি পরিষদ গঠিত হয়।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ঘরে অনুষ্ঠিত এক বৈঠকে বসে তিন দল মিলে বিটিসি পরিষদ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর বাস গৃহে উপস্থিত ছিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি সভাপতি রঞ্জিত দাস, মমিনুল আওয়াল, নব কুমার শরণিয়া ও দিলীপ শইকিয়া সহ নব নির্বাচিত সদস্য বৃন্দ। সকলের ঐকমত্যর ভিত্তিতে বিটিসি গঠিত হয় এবং প্রধান নির্বাচিত হন প্রমোদ বোড়ো।
মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিটিসি পরিষদ নির্বাচনে জনতা যে মতামত দিয়েছেন সেটা পরিবর্তনের মতামত।জনতা পরিবর্তন চেয়েছিলেন বলেই পরিবর্তন এসেছে।