করোনা ভয়াবহতার প্ৰতি লক্ষ্য রেখে গত মাৰ্চ মাস থেকে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কিন্তু এর মাঝেই রাজ্যের শিক্ষা বিভাগ বেসরকারি স্কুল সমূহের প্রতি দিয়েছে এক বিশেষ পরামর্শ।
মে মাস থেকে স্কুল না খোলা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বেসরকারি স্কুলের মাসিক ফি ২৫ শতাংশ মুকুব করার পরামর্শ দেয়া হয়েছে। শিক্ষামন্ত্ৰী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা টুইট করে এ পরামর্শ দিয়েছেন।
এদিকে, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফের আরম্ভ হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য ইতিপূর্বে রাজ্যের শিক্ষা বিভাগ বিভিন্ন দিক নির্দেশনা জারি করেছে।
অপরদিকে, ছোটখাটো বেসরকারি স্কুলগুলোয় অনেক অভিভাবক অভাবের তাড়নায় বেতন দিতে না পারায় শিক্ষক ও কর্মচারিরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না।