২৭ মার্চ নির্বাচন। কিন্তু এখনো নতুন রাজনৈতিক দল গঠনের ধারা অব্যাহত রয়েছে অসমে। এবার গোয়ালপাড়ায় আত্মপ্রকাশ করলো নতুন এক রাজনৈতিক দল। দলটির নাম “অসমিয়ার দল”।
অদ্ভুত দলটির অদ্ভুত পরিকল্পনা । দলটির জন্মদাতাও অদ্ভুত ব্যক্তি। নাম মেহবুবুর রহমান। বিগত লোকসভা নিৰ্বাচনে ধুবড়ি থেকে আর পি আই দলের প্ৰাৰ্থী হয়ে নিৰ্বাচন লড়েছিলেন।পেয়েছিলেন মাত্ৰ ৪ হাজার ২ শ ৫০ ভোট।
এই মেহবুবুর এখন অসমিয়ার দলের কাণ্ডারি। তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি গুলোও উল্লেখ করার মতো। দলের সদস্য সংখ্যা ৫ হাজার। অথচ এখনো একটা জেলা কমিটিও গঠন হয়নি।
এদিকে, রাজ্যের ৫০ শতাংশ আসনে প্ৰার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দল সুপ্রিমো। নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করেছেন, প্ৰতিটি খেতের মাঠে গড়ে তুলবেন জৈবিক সার উৎপাদন কেন্দ্ৰ । ৫০ শতাংশ বেকারকে দেওয়া হবে কৃষি ক্ষেত্ৰে কর্মসংস্থান । গড়ে তোলা হবে উদ্যোগ। সোমবার গোয়ালপাড়া জেলা প্রেস ক্লাবে এই প্রতিশ্রুতি গুলো জনতার উদ্দেশ্য প্রকাশ করেন মেহবুবুর।