আগামী বছরের মার্চ মাস নাগাদ অসম ও মিজোরামের সীমা বিবাদের স্থায়ী সমাধানে কেন্দ্র সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার আইজলে একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব (ইনচার্জ উত্তর-পূর্ব) সত্যেন্দ্রকুমার গার্গ।
একদিনের সফরসূচি নিয়ে গার্গ বৃহস্পতিবার আইজল পৌঁছে রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই, মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে দেখা করেন। তাছাড়া মিজোরামের মুখ্যসচিব লালুনমাওয়াইয়া চোয়াঙ্গু ও অন্য নাগরিক সংগঠনের সঙ্গে সভা করেন তিনি।
পরে এসকে গার্গ সংবাদ মাধ্যমকে জানান, অসম মিজোরামের সীমা বিবাদ মেটানাের লক্ষ্য নিয়েই কেন্দ্র সরকার এগােচ্ছে। গত আগস্ট মাসেই কেন্দ্র সরকার মিজোরাম সহ উত্তর-পূর্বের অন্য রাজ্যের সঙ্গে অসমের সীমানা বিবাদ মেটানাের লক্ষ্য নিয়ে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক ও অন্যান্য নিরাপত্তা এজেন্সিকে দায়িত্ব দিয়েছে।
এসকে গার্গ আরও জানান, অসম সীমান্তে আটকে পড়া পণ্যবাহী লরিগুলো বৃহস্পতিবার সকাল থেকেই আইজল অভিমুখে রওয়ানা হয়েছে।