এফ করিম, তরঙ্গবার্তা, পাথারকান্দি : পাথারকান্দিতে জাতীয় সড়ক সংস্কারের দাবীতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের জাতীয় সড়ক অবরোধ চলছে সকাল থেকে এখন পর্যন্ত। অবরোধ শুরু হয়েছে সকাল ৯ ঘটিকা থেকে, এতে ছাত্রছাত্রীদের সাথে সমর্থন জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী ব্যাবসায়িক প্রতিষ্টান তথা সুশিল সমাজ। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন তথা জনপ্রতিনিধি, মন্ত্রী, বিধায়ক কেহ অবরোধকারী ছাত্র-ছাত্রীদের সাথে সাক্ষাত করে তাদের দাবী শুনতে আসেন নাই। এতে অবরোধকারী ছাত্রছাত্রীদের ক্ষোভের পারদ বাড়ছে। 
ছাত্র ছাত্রীরা ভাঙ্গা রাস্তা মেরামত করতে হবে, আসাম সরকার মুর্দাবাদ, আসাম সরকার হুশিয়ার, পাথারকান্দি বিধায়ক মুর্দাবাদ, কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ ধ্বনিতে এলাকা মুখরিত করেছে।