তরঙ্গ বার্তা ডেস্ক : স্বাধীন অসমের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্মারকপত্র প্রদান করলেন তিন প্রাক্তন আলফা সদস্য। সদৌ অসম আত্মসমৰ্পণকারী আলফা সমিতির সভাপতি রাজকুমার দুওয়ারার নেতৃত্বে তিন জনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকপত্র প্রদান করে।
উল্লেখ্য যে, ১৯৯২ সনে তৎকালীন ভারতের প্ৰধানমন্ত্ৰী নরসিংহ রাওয়ের পৃষ্ঠপোষকতায় একাংশ আলফা নেতা–সদস্য মূলস্রোতে ফিরে এসেছিলেন। সেসময় তাঁরা অসমকে জনজাতীয় স্বায়ত্বশাসিত রাজ্যের মৰ্যাদা প্রদান করার পাশাপাশি ইনার লাইন পাৰ্মিট ব্যবস্থা প্ৰযোজ্য করার দাবী জানিয়েছিলেন।
তাছাড়া প্রাক্তন আলফা নেতা-সদস্যদের বিরুদ্ধে থাকা সবরকমের মামলা তুলে নেওয়া এবং তাঁদের অর্থনৈতিক সাহায্য প্রদান করার দাবিও জানিয়েছিলেন সেসময়। কিন্তু দীর্ঘ ২৭ বছর পার হয়ে গেলেও সেই দাবীসমূহ আজ অব্দি পূরণ করেনি কেন্দ্র সরকার, তাঁদের অভিযোগ।
ফলে নিজেদের ক্ষোভ সামলাতে না পেরে আজ তিন প্ৰাক্তন আলফা সদস্য প্ৰধান মন্ত্ৰীর কাৰ্যালয়ে উপস্থিত হয়ে স্বাধীন অসমের দাবী জানিয়ে এক স্মারকপত্ৰ প্ৰদান করেন।
সদৌ অসম আত্মসমৰ্পণকারী আলফা সমিতির সভাপতি রাজকুমার দুওয়ারার নেতৃত্বে প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রদানের উদ্দেশ্যে দিল্লীতে পৌঁছোয় তিন জনের এই প্রতিনিধি দল। এই স্মারকপত্ৰ প্ৰধানমন্ত্ৰীর কাৰ্যালয় গ্ৰহণ করেছে বলে জানা গেছে।