৫ ডিসেম্বর থেকে খুলছে সব স্কুল-কলেজের হোস্টেল।তবে মানতে হবে বিবিধ নিয়ম। রাজ্য শিক্ষা বিভাগের আয়ুক্ত সচিব প্রীতম শইকিয়ার স্বাক্ষরিত এক নির্দেশিকায় এখবর জানানো হয়।
গাইড লাইনে বলা হয়, ১৫ ডিসেম্বর থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি আবাসিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, স্নাতক কলেজ, পলিটেকনিক, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের হোস্টেল খুলবে। তবে এর জন্য মানতে হবে বিভিন্ন নিয়ম।
নিয়ম গুলো হল:
১) কেবল করোনার লক্ষণ না থাকা শিক্ষার্থীরাই হোস্টেলে প্রবেশ করতে পারবে।
২) ৫০ শতাংশ বেড কমাতে হবে।
৩) প্রত্যেকটা কক্ষে পার্টিশনের ব্যবস্থা থাকতে হবে।
৪) হোস্টেলে থাকা ছাত্র ছাত্রীদের জন্য বন্ধ থাকবে অনলাইন ক্লাস।
৫) হোস্টেলের ওয়ার্ডেন, রাঁধুনি ও সহায়িকাদের করোনা টেস্ট করাতে হবে।
৬) হোস্টেলে থাকা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের লিখিত অনুমতি পত্র থাকতে হবে। হোস্টেলে থাকা বাধ্যতামূলক নয়। সেটা নির্ভর করবে অভিভাবকদের মতামতের ওপর।
৭) হোস্টেলে থাকা সব ছাত্র ছাত্রীর করোনা টেস্ট করতে হবে।
৮) হোস্টেল, রান্না ঘর, বাথরুম, ডাইনিং হল স্যানিটাইজ করতে হবে।
৯)ছাত্র ছাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
১০) প্রতি সপ্তাহে চিকিৎসকদের একটি দল হোস্টেল পরিদর্শন করবেন।