এক বছরের জন্য কারাগারে যেতে হল ড্রাগস সরবরাহকারী সঙ্গীতা রাণীকে। নার্কোটিক ড্রাগস এন্ড প্রিকট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট,১৯৮৮-র সেকশন ৯(এফ) এর অধীনে কারাগারে প্রেরণ করা হয়েছে তাঁকে।
প্রসঙ্গত উল্লেখ্য , ২০২০ এর জুলাই মাসে গুয়াহাটি মহানগরীর পুলিশ এক অভিযান চালিয়ে সঙ্গীতাকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে নগদ দুই লক্ষ আটান্ন হাজার টাকা, ২৩ গ্রাম ব্রাউন সুগার, দুইটা স্কুটি ও সোনার কিছু অলঙ্কার মহানগরী ক্রাইম ব্রাঞ্চের পুলিশ উদ্ধার করে। পরে রাজ্যপালের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে জামিন নামঞ্জুর হয় সঙ্গীতার।
উল্লেখ্য, রাজ্যপাল জগদীশমুখীর জারি করা এক নির্দেশে বলা হয়েছিল, ড্রাগস সরবরাহের সঙ্গে জড়িত থাকা কোনো অপরাধীর জামিন হবেনা। রাজ্যপালের এই নির্দেশনার ভিত্তিতে সঙ্গীতাকে এক বছরের জন্য কারাগারে প্রেরণ করা হয়েছে।