মান্তু নাথ, তরঙ্গ বার্তা, পশ্চিম শিলচর : আজ বড়খলা সমষ্টির দুটি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণের সাথে বোর্ড গঠন সম্পন্ন হয়। বড়খলা ব্লক আঞ্চলিকের সভাপতি কুর্সি যায় শাষক দল বিজেপির পালে। অন্যদিকে শালচাপড়া আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড দখল করে নেয় কংগ্রেস।বড়খলা ব্লকে সভাপতি ও সহ-সভাপতি হন বড়রামপুর জিপির এপি সদস্যা সবিতা রাণী দাস ও সহ-সভাপতি বদরপুর-মাছিমপুর জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আবুল হোসেন। দুজনই শাষক দলের নির্বাচিত।
এদিকে শালচাপড়া ব্লক আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডের সভানেত্রী মনোনিত হন শ্রীকোনা জিপি থেকে কংগ্রেস দলের নির্বাচিত এপি সদস্যা রেশমিন সুলতানা বড়ভুইয়া, সহ-সভানেত্রী দলেরই বুড়িবাইল জিপি থেকে নির্বাচিত দলের রিম্পি রাণী দাস। এদিন বড়খলা অডিটরিয়াম হলে বড়খলা ব্লক আঞ্চলিক বোর্ড গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ, এডিসি এআর রহমান, ব্লক আধিকারিক মঙ্গল সিং রংপি। এছাড়া বিজেপির বড়খলা ব্লক মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা কর্মকর্তা অমল নাথ, সেডোর সম্পাদক অজিত দাস।
উল্লেখ্য, বড়খলা ব্লকের তেরোটি জিপির মধ্যে নয়টি শাষক দলের দখলে থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি ও সহ সভাপতি মনোনিত হন বিজেপি দলের সবিতা ও আবুল। তবে বোর্ড গঠনের আগে নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক এ.আর.রহমান।
এদিকে শালচাড়া ব্লকে শপথ বাক্য পাঠ করান এসিট্যান্ট লেভার কমিশনার পিএস ছাওবাম। উপস্থিত ছিলেন শালচাপড়া ব্লক আধিকারিক সামসুল আলম , জেলা কংগ্রেসের দুই সম্পাদক রাহুল আলম লস্কর, মেহেবুব আহমেদ বড়ভুইয়া সহ অনেকে। এছাড়া আট জিপির নব নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা।
শালচাপড়া ব্লকের সবকটি আঞ্চলিক পঞ্চায়েত কংগ্রেস দখলে থাকলেও সভাপতির কুর্সি নিয়ে দলের অন্দরে লবিবাজি ছিল। সেটার বহি:প্রকাশ ঘটার লক্ষণ মঙ্গলবার থাকলেও, প্রবীণ পোড়খাওয়া নেতা জামাল কন্যা রেশমিন সুলতানা-কে সভানেত্রী করার প্রস্তাব শালচাপড়া জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যোগেন সিনহা করতেই একে একে আরও তিনজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সরাসরি দাঁড়িয়ে সমর্থন জানান। এতে প্রস্তাবক, প্রার্থী রোশনা মিলে রোশনার সমর্থন সংখ্যা দাঁড়ায় পাঁচ। জানাগেছে, রোশনার বিকল্প হিসেবে জনৈক এপি সদস্য কারো নাম প্রস্তাব রাখার প্রয়াস নিলেও রোশনার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থনে বিকল্প সব রণনীতি ভেস্তে দেয়।
তবে সবকিছুর পর বড়খলায় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড দখলে কং-বিজেপি লড়াই ম্যাচ ড্র বলাই যুক্তিযুক্ত। দুটি ব্লকের একটি বিজেপি ও অপরটি কংগ্রেসের দখলে।