নিজস্ব সংবাদ দাতা, কলকাতা : সম্প্রতি ঝাড়খণ্ডের এক তরতাজা যুবক তাবরেজ আনসারী কে জোর করে “জয় শ্রীরাম” ধ্বনি বলতে বাধ্য করে তাকে শেষ পর্যন্ত হত্যা করে ধর্ম বিচ্যুত কিছু উগ্রবাদীরা।
তারই প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে আদর্শবাদী অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন এস আই ও বা স্টুডেন্টস ইসলামিক অর্গেনাইজেশন অব ইন্ডিয়া।
তারই অংশ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তে এক ” মানব বন্ধন ” এর আয়োজন করে সংগঠনের কাঁথি শাখা। উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সংগঠন সম্পাদক খালিদ আলী, প্রাক্তন জেলা সভাপতি ডাঃ রিয়াজউদ্দিন আহমেদ, জেলা সম্পাদক মির্জা রুহুল কুদ্দুস বেগ, জামায়াতে ইসলামী হিন্দ কাঁথি শাখার আঞ্চলিক নাজিম জনাব ইকবাল হোসেন সাহেব সহ অন্যান্য গুণীজন।
প্রোগ্রামটি পরিচালনা করেন সংগঠনের কাঁথি ব্লকের সভাপতি হাবিবুর রহমান ও সম্পাদক শাহিনুল আরিফ খান।