নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করাটা আবেগিক সিদ্ধান্ত বলে মুখ্যমন্ত্রী ও হিমন্ত বিশ্ব শর্মার কাছে ক্ষমা চেয়ে ফের বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যতীন বরা।
সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সকল স্তরের বিজেপি কর্মকর্তাদে কাছে ক্ষমা প্রার্থনা করে বিজেপিতে যোগদান করার কথা ঘোষণা করলেন অভিনেতা যতীন বরা। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় বিজেপি ত্যাগ করার সিদ্ধান্তটা আবেগিক ছিল বলে মন্তব্য করেন তিনি।
‘আন্দোলনে অংশগ্রহণ করে একাংশ রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। একাংশ এখন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। আর বিদেশীদের লাল কার্পেট বিছিয়ে দেয়া কংগ্রেস ও আইএমডিটি অ্যাক্ট বাতিলের বিরোধিতায় জন্ম নেওয়া AIUDF এখন অসমীয়া জাতীয়তাবাদের পক্ষ নিয়েছে। .. আমার আবেগিক সিদ্ধান্ত ছিল। অসমে বিজেপির বিকল্প নেই।’
যতীন বরা আরও বলেন, ‘রাজনীতি নিয়ে আমার কোন আকাঙ্ক্ষা নেই। আমি বিজেপিতে আসার কোনো রাজনৈতিক কারণ নেই। কেবল শিল্পী সমাজের স্বার্থে আসতে চাই। ভারতীয় জনতা পার্টির কাছে আমি ক্ষমাপ্রার্থী। মুখ্যমন্ত্রী ও হিমন্ত বিশ্ব শর্মার কাছে ক্ষমাপ্রার্থী। বিজেপিতে আমি এখনো আছি ভবিষ্যতেও থাকব।’