হাইলাকান্দি জেলার আলগাপুর রেল স্টেশনের নিকটবর্তী পদ্মারপার এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল আলগাপুর থানার অধীনস্থ পদ্মারপার গ্ৰামের বাসিন্দা আফতার আলী লস্করের বছর ৪০-এর পুত্র আব্দুল সালাম লস্করের।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মালবাহী ট্রেন হাইলাকান্দি থেকে কাটাখাল অভিমুখে যাওয়ার পথে আলগাপুর স্টেশনের নিকটবর্তী পদ্মারপারে রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন আলগাপুর থানার অফিসার ইনচার্জ রঞ্জিত শইকিয়া। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনায় আব্দুল সালাম লস্করের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাজোড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা? এনিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।