তরঙ্গ বার্তা, স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ওয়েলিংটনে রান তাড়া করে বিশ্রী ভাবে হেরেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের দিকেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। আজ প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছে ১৫৮/৮।
দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৬ বলে ৪২ রান করে রান আউট হন রস টেলর। ভারতীয় বোলারদের মধ্যে সেরা ক্রুণাল পাণ্ড্য। ৪ ওভারে ২৮ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন তিনি।
বাঁহাতি পেসার খলিল আমেদ ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট হার্দিক পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমারের।