স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসআইও’র সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন মহাম্মদ সালমান। ২৮ ও ২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় দুদিন ধরে চলা দেশের বিভিন্ন রাজ্যের পরামর্শ পরিষদের সদস্যদের ভােটের দ্বারা ২০২১-২২ সালের কার্যকালের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি। মহাম্মদ সালমান মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইর বাসিন্দা।
এর আগের কার্যকালে এসআইও’র সর্বভারতীয় সভাপতি ছিলেন লাবিদ শাফী।সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন মহাম্মদ সালমান।