তরঙ্গ বার্তা, ডিজিটাল ডেস্ক : শিলচর আসনে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব ও বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। একবার সুস্মিতা এগিয়ে গেলেও অন্য রাউন্ডে রাজদীপ রায় এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে রাজদীপ রায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৬৬,০৬৩। কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবের প্রাপ্ত ভোটের সংখ্যা ১,০৯,৪৯১।
এদিকে, করিমগঞ্জ আসনে এআইইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা থেকে ৪০ হাজারেরও অধিক ভোটে এগিয়ে রয়েছেন। রাধেশ্যাম বিশ্বাসের প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৯৫,৩৮১। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৫৪,৮২৩।
উল্লেখ্য, করিমগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৫,৪৮০। এতে স্পষ্ট হয়ে উঠেছে করিমগঞ্জ সমষ্টিতে ত্রিকোণীয় লড়াই হওয়ার সম্ভাবনা নেই।