তরঙ্গ বার্তা, ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক বিদ্যাপীঠ দারুল উলুম নাদওয়াতুল উলামা করোনা ভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। নাদওয়াতুল উলামার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
এ বছরের বার্ষিক পরীক্ষা ঈদুল ফিতরের পর ১ জুন অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে মাদরাসায় উপস্থিত হয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে।