আব্বাস লস্কর, তরঙ্গ বার্তা, হাইলাকান্দি : প্রয়াত জননেতা ময়নুল হক চৌধুরীর মৃত্যু দিবস পালন করলো হাইলাকান্দি জেলা কংগ্রেস। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী ময়নুল হক চৌধুরীর প্রতিমূর্তিতে পুষ্পস্তবক প্রদান, দলীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি স্মরণ করে হাইলাকান্দি জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্করের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় প্রয়াত জননেতা ময়নুল হক চৌধুরীর স্মৃতি বিজড়িত বিষয় নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এপিসিসির অন্যতম সদস্য তথা এসএস কলেজের অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, আইনজীবী রোকন উদ্দিন, নুরুল আমীন, প্রীতিশ কান্তি, আলীম উদ্দিন, নজরুল ইসলাম মীরা, সাহাব উদ্দিন চৌধুরী, সামস উদ্দিন জুলুফ প্রমুখ।
প্রত্যেক বক্তার বক্তব্যে ফুটে উটে প্রয়াতের কর্মময় জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য অবদানের কথা। বরাকের পাঁচগ্রামে অবস্থিত সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান কাছাড় পেপার মিল, আনিপুরে সুগার মিল, শিলচরে মেডিক্যাল কলেজ , শিলচর বেতার কেন্দ্র, পলিটেকনিক, আরইসি সহ জাগিরোডে পেপার মিল, শ্রীকোণা আইটিআই ইত্যাদি উনার অবদানের কথা উল্লেখ করেন। সর্বপরি ভারত বর্ষের কিংবদন্তী জননেতা ছিলেন বলে আখ্যায়িত করেন বক্তারা।
উল্লেখ্য প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী ময়নুল হক চৌধুরীর বাড়ি শিলচর সোনাবাড়ীঘাটে। উনার স্কুল জীবন সোনাবাড়ীঘাট এমই স্কুল থেকে শুরু করে কোলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে ব্যারিষ্টার ডিগ্রি লাভ করেন। ১৯২৩ সালে ১৩ মে তিনি জন্ম গ্রহন করেন। ১৯৭৬ সালে ১৩ ফেব্রুয়ারি তারিখে দিল্লীর এইমস হাসপাতালে মহান জননেতা ইহলোক গমন করেন।
এদিন এ উপলক্ষে আয়োজিত এক সভায় কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করে তুলতে এপিসিসির নির্দেশে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে দুই জনকে নিযুক্তি দেওয়া হয়। এরা হলেন নজরুল ইসলাম মীরা ও আলতাফ হুসেন। তাদের হাতে নিযুক্তি পত্র তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্কর।
অন্যদিকে, একই সঙ্গে এদিন বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে প্রয়াতের মৃত্যু দিবস স্মরণ করে আলগাপুর ব্লক কংগ্রেস কমিটিও।