তরঙ্গবার্তা, ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণের জন্যে সমগ্র দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে অসমের শিক্ষানুষ্ঠানগুলোও বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতির দিকে লক্ষ্য রেখে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এর সব স্বীকৃতিপ্ৰাপ্ত মহাবিদ্যালয়গুলোর চলিত শিক্ষাবর্ষের জুলাই মাসের গ্ৰীষ্মকালীন বন্ধ বাতিল করেছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কৰ্তৃপক্ষ এই কথা ঘোষণা করেছেন।