তরঙ্গবার্তা, ডিজিটাল ডেস্ক: নােভেল করোনার জেরে স্থগিত হল শিলচর নাট্য সমন্বয়ের নাট্য উৎসব। পাঁচটি নাট্যগােষ্ঠীর সমন্বয়ে আয়ােজন করা হয়েছিল এই নাট্য উৎসব।
শিলচর সমন্বয়ের সভাপতি চিত্রভানু ভৌমিক, আহ্বায়ক সুব্রত রায়, শান্ত পাল, ডাঃ রাজীব কররা জানান, সতর্কতা অবলম্বন করতে গিয়েই নাট্য উৎসবকে স্থগিত রাখতে হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলেই নতুন সময়-তারিখ জানানাে হবে। তবে নাট্য উৎসব আয়ােজনের ব্যাপারে তারা যে দৃঢ়প্রতিজ্ঞ সে কথাও জানান সংগঠকরা।