তরঙ্গ বার্তা, ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট শুরু হয়েছে। এদিন ভোটের সকালে ঘটল মজার ঘটনা। ভোট দিলেন নতুন বর। এএনআইয়ের ট্যুইটার পেজে এক ছবি দিয়ে বলা হয়েছে, বিয়ের পিঁড়িতে বসার আগে সপরিবারে ভোট দিলেন নতুন বর। বিয়ের দিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ভোট দেন নতুন বর।