নিজস্ব সংবাদদাতা, তরঙ্গবার্তা, আমড়াঘাট: শিশুখাদ্য নিয়ে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুংকার দিলেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস। লকডাউনের সময় যাতে গর্ভবতী মহিলা ও শিশুরা সুসম আহার পেতে পারে এজন্য সরকার আইসিডিএসের অধীনে খাদ্যসামগ্রীর জন্য অর্থ মঞ্জুর করেছে। রাজ্যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টাকা এসেছে। এই টাকা দিয়ে খাদ্যসামগ্রী ক্রয় করে বণ্টনের নির্দেশ দিয়েছে সরকার।
এই অনুসারে পালংঘাট আইসিডিএসের অধীন ৩৯ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুখাদ্য বণ্টন করা হয়েছে। কেন্দ্রের ওয়ার্কার না থাকায় এদিন আইসিডিএসের সুপারভাইজার গীতালি চক্রবর্তী খাদ্যসামগ্রীর আশিটি প্যাকেট নিয়ে এসে খাদ্যসামগ্রী বণ্টন করেন। তবে শিলচর থেকে ক্রয় করে আনা খাদ্যসামগ্রীর দাম অধিক হওয়াতে আপত্তি তোলেন গ্রুপ সদস্য কমল পাল। বিষয়টি সরবরাহ বিভাগের সুপারিনটেনডেন্টকে অবগত করে বিহীত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস।