তরঙ্গবার্তা, ডিজিটাল ডেস্ক: করোনার থাবা এবার দেশের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবারেও। করোনা আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিষ গাঙ্গুলি। শুক্রবারই তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
বেহালার পৈতৃক বাড়ি ছেড়ে বেশ কিছুদিন ধরেই মোমিনপুরে রয়েছেন স্নেহাশিষ। কিছুদিন আগেই তাঁর শ্বশুর ও শাশুড়ি করোনায় আক্রান্ত হন। এরপর স্নেহাশিষের বাড়ির এক পরিচারিকারও রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই স্নেহাশিষের পরিবার হোম আইসোলেশনে ছিলেন।
কিন্তু শেষ কিছুদিন ধরে করোনার উপসর্গ দেখা দেয় তাঁর। এরপরেই সোয়াব টেস্ট করা হলে ধরা পড়ে করোনা আক্রান্ত স্নেহাশিষ। সবাই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।