ভারতে আগামী সপ্তাহেই মিলবে করোনার ভ্যাকসিন, আজ করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সর্বদলীয় বৈঠকে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী বলেন, খুব শীঘ্রই করোনা ভ্যাকসিন পাবেন দেশবাসী। আগামী সপ্তাহেই পাওয়ার সম্ভাবনা বেশি। নতুন বছরের শুরুতে ভারতবাসী ভ্যাকসিন গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন।
শুক্রবার নিজের উদ্যোগে আয়োজিত এই সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, বিজ্ঞানীদের অনুমোদন পেলেই টিকাকরণের কাজ শুরু হবে। দেশে এখন পর্যন্ত অনেক ভ্যাকসিন তৈরির পথে। অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই ভ্যাকসিন পাবে রোগী ও স্বাস্থ্যকর্মীরা। তারপর পাবেন বয়স্করা, বলেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী সপ্তাহেই ব্রিটেনে টিকাকরণের কাজ শুরু হবে। তারপর পর্যায়ক্রমে সাধারণ নাগরিকদের মধ্যে তা পৌঁছবে।