এবার কৃষকদের পাশে দাঁড়াতে গিয়ে আটক হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব
কৃষিবিলের বিরোধিতায় এক কিষাণ যাত্রা সভা হওয়ার কথা ছিল আজ কনৌজে। তার আগে তিনি লখনউতে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছিলেন।
লখনউ-এর বিক্রমাদিত্য মার্গের নিজ বাসভবনের বাইরে পুলিশি ব্যারিকেডের সামনে তিনি সমর্থকদের সাথে এগিয়ে যান। পরক্ষনেই অখিলেশকে আটক করে গাড়ীতে তোলে পুলিশ।
এ নিয়ে আবারও সমালোচনার মুখে কেন্দ্র সরকার। যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন হয় তিনি তিরস্কৃত হয়েছেন অথবা আটক হয়েছেন। এটা গণতন্ত্রকে পিষে মারার শামিল বলে মনে করছে সরকার বিরোধী লবি।